প্রতিষ্ঠানটি এক ব্লগ পোস্টে জানায়, এখন থেকে ডেভলপাররা যুক্তরাষ্ট্র
থেকে নেওয়া কোনো ডেটা নজরদারি টুল তৈরিতে ব্যবহার করতে পারবে না। আমেরিকান
সিভিল লিবার্টিস ইউনিয়ন (এসিএলইউ) জানায়, ফেসবুকের এপিআই থেকে সংগ্রহ করা
ডেটা ব্যবহার করে বেশ কয়েকবার আইন প্রণয়নকারী সংস্থার জন্য নজরদারির টুল
বানানো হয়েছে। এ ছাড়া গত বছর অক্টোবরে এসিএলইউ-এর এক প্রতিবেদনে বলা হয়,
জিওফিডিয়া নামের নজরদারির সফটওয়্যারে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার থেকে
সংগ্রহ করা ডেটা ব্যবহার করা হয়েছে।
ফেসবুকের গোপনীয়তা কর্মকর্তা রব শার্মান বলেন, ‘আমাদের নীতিকে স্পষ্ট
করাই আমাদের উদ্দেশ্য। আগের কয়েক মাস ধরে যেসব ডেভেলপার আমাদের বর্তমান
নীতির বাইরে নজরদারির টুল তৈরি করেছে, তাদের বিরুদ্ধে এই উদ্যোগ নেওয়া
হয়েছে।’
সূত্র: দ্য ভার্জ, রয়টার্স
EmoticonEmoticon